এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের ‘বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৫’ গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন। এমডি (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, স্বতন্ত্র পরিচালক এসএম রেজাউল করিম ও খন্দকার মামুন এফসিএ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম এবং সকল আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।