ডাক বাংলা সাহিত্য একাডেমি সম্মাননা পদক পেলেন এস এম মাসুদ রানা
রিশাল প্রতিনিধি
ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিক ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন- ২০২২এর সম্মাননা পদক পেয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিশিষ্ট লেখক এস এম মাসুদ রানা।
শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে সেগুনবাগিচা ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শ ম দেলোয়ার জাহানের সার্বিক তত্বাবধায়নে কবি জাহানারা বেগমের পরিচালনায় এবং লেখক ও গবেষক কবি মুহাম্মদ শামসুল হক বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব প্রফেসর আবুল কালাম আজাদ পাটওয়ারী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফিলিপাইন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জেনারেল ড. মোহাম্মদ জামাল উদ্দিন ফকির।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ, লায়ন ছিদ্দিকুর রহমান প্রমুখ।