আইএফআইসির পৃষ্ঠপোষকতায় ‘দ্য গ্রেট পদ্মা’র মোড়ক উন্মোচন
সম্প্রতি এক অনুষ্ঠানে মাধ্যমে উদ্বোধন করা হয়েছে গবেষণামূলক বই ‘দ্য গ্রেট পদ্মা: দ্য এপিক রিভার দ্যাট মেড দ্য বেঙ্গল ডেলটা’। বইটি প্রকাশে একক পৃষ্ঠপোষকতা করেছে আইএফআইসি ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক ও বইটির সম্পাদক কাজী খালিদ আশরাফ।