শিরোনাম

South east bank ad

পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনশক্তি রপ্তানী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ড. মোমেন জানান, ঢাকায় রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩৪০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

BBS cable ad

জনশক্তি রপ্তানী এর আরও খবর: