সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু মারা গেছেন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রবীণ সাংবাদিক, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভি’র ঝালকাঠি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল (১১ মার্চ) শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিকেলে অসুস্থ হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়।
তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
হেমায়েত উদ্দিন হিমু ৫ বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া তার মৃত্যুতে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদ মহাসচিব জাহাঙ্গির হোসেন মন্জুসহ শতকণ্ঠ পরিবার, ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তার নামাজে জানাজা শনিবার জোহর বাদ কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য রাখা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাব সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।