শিরোনাম

South east bank ad

নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: অর্থ উপদেষ্টা

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তা কমিয়ে নিজস্ব অর্থে কাজ করতে হবে। বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে জোর দিতে হবে। সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন আছে। এ জন্য সরকারি অর্থের অপচয় কমাতে হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪- এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা সভায় জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না। অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারো কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না।

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না জানিয়ে তিনি বলেন, নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সরকারি কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানান।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: