সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ মায়ানমার নাগরিককে আটক করেছে নৌবাহিনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন্সের অদূরে গভীর সমুদ্রে ১টি দেশীয় নৌকা থেকে ৩৩ জন বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
তাদের মধ্যে ১শিশুসহ ১২ জন মহিলা ও ২০ জন পুরুষ রয়েছে। গতকাল বুধবার (১৮-০৫-২০২২) রাতে বঙ্গোপসাগরে নৌবাহিনী জাহাজ আলী হায়দার বোটসহ তাদেরকে আটক করে। আটককৃত নাগরিকদের জাহাজে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।
পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তরের জন্য সেন্টমার্টিন্স কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়। উল্লে¬খ্য, টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৮ মে রাত ৮টায় পালিয়ে তারা ১টি বোটযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।
এছাড়া গতকাল রাতে সেন্টমার্টিন্সের অদূরে ছেড়া দ্বীপের নিকট অপর একটি বোট থেকে ১২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় ১০ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ শাহজালাল, ইলিয়াস, কালা মিয়া, মোঃ রফিক, মোঃ আব্দুর রহিম, রবিউল হাসান, মোঃ ইব্রাহীম, আঃ শুক্কুর, জসীম উদ্দিন ও রফিক।