শিরোনাম

South east bank ad

করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না: এনবিআর চেয়ারম্যান

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। তবে এখন থেকে করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে সার্ভিস সেন্টার ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর অলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: