শিরোনাম

South east bank ad

নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের আহ্বান

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের আহ্বান

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে গতকাল লালবাগে এক মতবিনিময় সভার আয়োজন করে ডিসিসিআই। এ সময় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান ব্যবসায়ীরা।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা, ব্যবসার আকার, প্রকৃতি ও সক্ষমতা অনুযায়ী কর ব্যবস্থার সহজীকরণ, আমদানি-রফতানি ব্যবস্থায় প্রতিবন্ধকতা নিরসন, বাস্তবভিত্তিক ভ্যাট হার নির্ধারণের ওপর জোরারোপ করেন। তিনি বলেন, ‘পুরনো ঢাকা ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হলেও যানজট, অবকাঠামোগত অপ্রতুলতা এবং কর ও ভ্যাটের প্রতিবন্ধকতার কারণে এখানকার উদ্যোক্তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা নিরসনে সরকাররি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য।’

সভায় বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন বলেন, ‘২০২২-২৪ সাল পর্যন্ত স্থানীয় বাজারে ডলারের মূল্য ৩৫ শতাংশ অবমূল্যায়িত হয়েছে। এতে ডলারের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যায় ও মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিরতা পরিলক্ষিত হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক এ খাতে স্থিতিশীলতা আনয়নে কাজ করে যাচ্ছে।’

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ বলেন, ‘সরকার ভ্যাট ব্যবস্থা সহজীকরণের জন্য ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা অটোমেটেড করার উদ্যোগ নিয়েছে, এর ফলে ব্যবসায়ীরা হয়রানি থেকে মুক্ত হবেন।’

সভায় ডিএমপির উপপুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) জসীম উদ্দিন জানান, পুরান ঢাকার যানজট নিরসনে আটটি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হবে।

এ সময় করের হার কমিয়ে আওতা বাড়ানোর আহ্বান জানান আনোয়ার গ্রুপের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক পরিচালক মনোয়ার হোসেন।

অন্যদিকে ডিসিসিআইর সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আব্দুস সালাম বলেন, ‘কর ও ভ্যাটের উচ্চ হার এবং রাজস্ব ব্যবস্থাপনার জটিলতার কারণে আমরা ক্রমেই ক্ষতির মুখোমুখি হচ্ছি।’

সভায় ঢাকা চেম্বারের সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এলসি মার্জিন ন্যূনতম ৫০ শতাংশ হ্রাস করা প্রয়োজন। এছাড়া অর্থবছরের মাঝে এসআরও জারি করে শুল্কহার পরিবর্তন করলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন।’

সভায় ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সালেম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: