শিরোনাম

South east bank ad

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ‘ন্যাশনাল সিস্টেম’ চালু করবে এনবিআর

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ‘ন্যাশনাল সিস্টেম’ চালু করবে এনবিআর

ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাব রক্ষণ, রিটার্ন দাখিলসহ এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনে একটি ‘ন্যাশনাল সিস্টেম’ চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (৪ মার্চ) এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। হয়তো ত্রিশ বছর সময় লাগবে, লাগুক। আমরা শুরু করতে চাই। দেশী প্রযুক্তি ব্যবহার করেই এটি চালু করা হবে।

অনেকগুলো প্রতিষ্ঠানকে ভ্যাট সফটওয়্যার তৈরির অনুমোদন দেয়া আছে উল্লেখ করে তিনি বলেন, তারা ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সফটওয়্যার তৈরি করছে। একই বিষয়ে এত মানুষ কাজ করছে যে জনবলের অপচয় হচ্ছে। আমরা নির্দিষ্ট একটি ন্যাশনাল সিস্টেম চালু করব। এতে ভোগান্তি কমে আসবে। ব্যবসায়ীরা ওই সিস্টেম ব্যবহার করে ভ্যাটের সব কাজ করতে পারবেন।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: