শিরোনাম

South east bank ad

উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ফার্মাসিউটিক্যাল

উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল) বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের অন্যতম উদ্ভাবনী কোম্পানি। এশিয়া, আফ্রিকা এবং সিআইএস অঞ্চলের স্থানীয় ও বিদেশী বাজারের জন্য শ্রেণীবদ্ধ ব্র্যান্ডেড জেনেরিক পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এ মহামারীর সময়ও ব্যবসায়িক উদ্যম চাঙ্গা রাখতে এইচপিএল সম্প্রতি সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে।

সাড়ে ছয় হাজারের বেশি কর্মী নিয়ে বছর শেষের বিজনেস অ্যালাইনমেন্ট সম্মেলনটি পরবর্তী বছরের ব্যবসায়ের লক্ষ্য এবং লক্ষ্য নির্ধারণে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণত কক্সবাজারের মতো স্থানে প্রতি বছর একটি করে অভিজ্ঞতাভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার লক্ষ্যই থাকে আনন্দের সঙ্গে ব্যবসা। কিন্তু এ বছরের জন্য বার্ষিক বিক্রয় সম্মেলনটি স্বাভাবিক মাত্রায় সম্পন্ন করার এ সুযোগ মহামারীর কারণে বাতিল করা হয়েছে।

কিন্তু এইচপিএল দেশব্যাপী বিক্রয় সম্মেলন পরিচালনার জন্য ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করেছে। রিয়েল টাইমে উভয় পক্ষের লাইভ যোগাযোগের মাধ্যমে বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০ সম্ভবপর হয়, যা বাংলাদেশের সব আঞ্চলিক অফিসকে সংযুক্ত করেছে।

এ অনিশ্চিত সময়ে শত প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানের গতিশীলতার অনুশীলন বজায় রাখতে কর্মীদের মনোবল উন্নীত করা হয়। সম্মেলনের এজেন্ডা ছিল ‘লিডিং দ্য ওয়ে’। যেখানে এইচপিএল কর্মীদের ২০২০ সালের শক্তিশালী পারফরম্যান্সের বিচারে ২০২১ অর্থবছরের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য দেয়া হয়।

বিক্রয় সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিএমডি মো. হালিমুজ্জামান, এইচপিএলের এমডি আলাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসন সুরাইয়া বিলকিস অনলাইনে যোগ দেন। এছাড়া সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক এমএইচ মুর্তজা সারা দেশের সব কর্মচারীকে সংযুক্ত করে এ মেগা সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এইচপিএল সফলভাবে এবং দক্ষতার সঙ্গে দক্ষ ব্যক্তি, সম্পদ, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সর্বস্তরে বিজয়ী-কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত সংযুক্ত করছে এবং পণ্য ও পরিষেবায় স্বন্ত্রতা বজায় এবং প্রতিযোগিতায় এগিয়ে যেতে অপারেশনের প্রতিটি পদক্ষেপে উদ্ভাবনী ধারণা তৈরি করছে।

BBS cable ad

ফার্মাসিউটিক্যাল এর আরও খবর: