আবদুল মুক্তাদির ওষুধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি আবদুল মুক্তাদির। সম্প্রতি সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাচনে নাজমুল হাসান পাপন ফের সভাপতি এবং হাডসন ফার্মাসিউটিক্যালসের এমডি এসএম শফিউজ্জামান মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এদিকে ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন।
আবদুল মুক্তাদিরের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা বাংলাদেশের ওষুধ শিল্পে ভ্যাকসিনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন, বিপণন ও গবেষণা বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করেছে। বর্তমানে ইনসেপ্টা ৬০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করে।