যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
সদ্যসমাপ্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবেন প্রধানমন্ত্রী। এতে গণভবন থেকে তিনি সরাসরি অংশ নেবেন।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসজনিত মহামারী শুরুর পর বেশির ভাগ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হতে শুরু করেন শেখ হাসিনা। তবে আগামীকালের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন। এর আগে ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনেও তিনি সরাসরি অংশ নেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী।