ফের ভাইস প্রেসিডেন্ট হলেন শেখ ফজলে ফাহিম
শেখ ফজলে ফাহিম আবারো কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৩২তম সম্মেলনে ২০১৮-২০ মেয়াদে প্রথম বাংলাদেশী হিসেবে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২০ সালে ক্লাউড কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে এ পদে তার মেয়াদকাল বাড়ানো হয়। এ বছর তিনি দ্বিতীয়বারের মতো সিএসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
শেখ ফজলে ফাহিম দেশের অর্থনীতি, শিক্ষা, শিল্পকলা, স্বাস্থ্য, খেলাধুলা, উদ্ভাবন ও উদ্যোক্তা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রাইভেট-পাবলিক প্লাটফর্মগুলোয় তার বলিষ্ঠ নেতৃত্ব আঞ্চলিক, দ্বিপক্ষীয় ও বিশ্ব অঙ্গনে তার অনন্য অবদানেরই প্রতিচ্ছবি।
প্রসঙ্গত, সিএসিসিআই এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জাতীয় চেম্বার্স ও কমার্স অ্যাসোসিয়েশনগুলোর সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক বেসরকারি সংগঠন। সিএসিসিআইয়ের উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে এশীয় ব্যবসায়ীদের সংযুক্ত ও একত্রিত করা। সংগঠনটিকে এরই মধ্যে জাতিসংঘের অধীনে কনস্যুলেটিভ স্ট্যাটাস দেয়া হয়েছে।