খুলে গেল আগারগাঁও থেকে দিয়াবাড়ির সব স্টেশন
মেট্রোরেলের আরো দুই স্টেশন খুলে দেয়া হলো আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায়। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়বাড়ী-আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবকটিই যাত্রীদের জন্য উন্মুক্ত হলো।
গতকাল এক সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হচ্ছে।
এ রুটে বর্তমান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ট্রেন। এর আগে ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।
গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল অংশ চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাকি সাত স্টেশন হলো উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া।