South east bank ad

ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারের ব্যবসায়ীদের বসার ব্যবস্থা হবে: সালমান এফ রহমান

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারের ব্যবসায়ীদের বসার ব্যবস্থা হবে: সালমান এফ রহমান

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি

সালমান এফ রহমান বলেন, ‘পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে সেক্ষেত্রে হাইকোর্টে ব্যবসায়ীদের দায়ের করা রিট প্রত্যাহার করতে হবে। তারপর নতুন নকশা করে বহুতল মার্কেট নির্মাণ হবে। মূল নকশা করাই আছে, প্রয়োজনে সেটা আপডেট করা হবে।’

পরে আগুনে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘রোববার তালিকা জমা দেবেন ব্যবসায়ীরা।’

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যবসায়ীদের সাহায্য করা হবে, পাশাপাশি বেসরকারি ভাবে অনেকে সাহায্যের আগ্রহ জানিয়েছে বলেও জানান সালমান এফ রহমান।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: