South east bank ad

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে এক সরকারি সফরে দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন।

এবারের সফরটি হবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। এর আগে তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে জাপান সফর করেছিলেন।

জাপানে অবস্থানকালে দেশটির সম্রাট প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে বিনিয়োগ সম্মেলন এবং কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একটি সম্প্রদায়ের সংবর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘‌ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’তুলে দেবেন। সফরে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা রয়েছে।

আসন্ন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে, বাংলাদেশ ও জাপান উভয় সরকারই এমন আশা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: