South east bank ad

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যাত্রীদেরকে শুভেচ্ছা জানালো বিমান

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যাত্রীদেরকে শুভেচ্ছা জানালো বিমান

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। 

শুক্রবার সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের যাত্রীবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিমান ও নগদ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ২৭ সেপ্টেম্বর বিমানের সকল ফ্লাইটে পর্যটন দিবসের ঘোষণা প্রচার করা হয়। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে  বিমানের সকল অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সকল রুটের সম্মানিত যাত্রীগণ শিডিউলে থাকা যে কোন দিনের টিকেট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে উক্ত ডিসকাউন্ট পাচ্ছেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকেট ক্রয় করলে এ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে। 

BBS cable ad