বিজেজিইএর নির্বাহী পর্ষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম
বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ২০২০-২২ মেয়াদের নবনির্বাচিত পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুবাই জুট অ্যান্ড ব্যাগ করপোরেশনের মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান। গত ২০ মার্চ সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোটে কার্যনির্বাহী পর্ষদের পরিচালকরা নির্বাচিত হন। গত ২২ মার্চ অফিস বেয়ারার নির্বাচনে কার্যনির্বাহী পরিচালকদের সরাসরি ভোটে চেয়ারম্যান, কম্বাইন্ড ট্রেড লিংকের এস আহমেদ মজুমদার সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিকো জুট ফাইবার্সের এইচএম রেজাউল করিম ভাইস চেয়ারম্যান (১) এবং ইন্টারন্যাশনাল সেলস এজেন্সিজের দারা-আল-মাসুদ খান ভাইস চেয়ারম্যান (২) হিসেবে নির্বাচিত হন।
পর্ষদের অন্যান্য পরিচালক হলেন জুট ওয়ার্ল্ড এক্সপোর্টসের সাজেদুর রহমান, রেইনবো অ্যাসোসিয়েটের মোহাম্মদ মারুফ হোসেন, বেহেস্তী এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের সৈয়দ আলী আলফে সানী আকাশ, ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ করপোরেশনের মুরিদুল আলম চৌধুরী, পূরবী ট্রেডিংয়ের শেখ ওয়াহিদুজ্জামান, ইকো বাংলা জুট লিমিটেডের ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।