মাসুদ বিন মোমেন : ডি-৮ এর নতুন কমিশন চেয়ার
আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা হিসেবে সোমবার (০৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মাধ্যমে ডি-৮ কমিশনারদের ৪৩তম সভা অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী এ সভার প্রথম দিনে সোমবার ডি-৮ কমিশনের বিদায়ী চেয়ার তুরস্কের প্রতিনিধি রাষ্ট্রদূত ওমর গাক বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে ডি-৮ কমিশনের চেয়ারের পদটি হস্তান্তর করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় ডি-৮ভুক্ত দেশসমূহের ডি-৮ কমিশনাররা অংশগ্রহণ করেন।
এ সভার ধারাবহিকতায় আগামী ৭ এপ্রিল ভার্চ্যুয়াল মাধ্যমে ১৯-তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স এবং আগামী ৮ এপ্রিল ভার্চ্যুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও, দশম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভার্চ্যুয়াল মাধ্যমে ডি-৮ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়।
এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সোমবার (০৫ এপ্রিল) প্রথমবারের মতো ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করবে।