গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরষ্কার পেলেন অচিন্ত্য কুমার বিশ্বাস
গোপালগঞ্জ জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ’র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরষ্কার পেলেন জসিমন্নেছা উচ্চ বিদ্যালয়(বেজড়া ভাটরা,মুকসুদপুর) এর প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার বিশ্বাস। | তিনি কাশিয়ানী উপজেলাধীন সিংগা ইউনিয়নের মিয়াঝীরকান্দীতে ঊনবিংশ শতাব্দীর মাঝামঝি সময়ে জন্ম গ্রহণ করেন। | প্রয়াত স্বনামধন্য প্রধান শিক্ষক দয়াময় বিশ্বাস ও শ্রীমতী কনক প্রভার জেষ্ঠ পুত্র সন্তান তিনি। আশৈশব তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী,দারিদ্রতার কারনে ইন্টারমিডিয়েট পাসের পরেই তিনি কর্মজীবনে পা রাখতে বাধ্য হন। ঠিক এ ভাবে তার একে একে অনেক ধরনের চাকুরি্র সফল অভিজ্ঞতা অর্জিত হয়। আর এটি তার নবম চাকুরি। চাকুরির পাশাপাশি লেখা-পড়াও চালাতে থাকেন, দর্শণ শাস্ত্রে এম এ, এল এল বি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জণ করেন|অবশ্য এ প্রসঙ্গে সার্বিক সহযোগিতায় সদাজাগ্রত মহিয়সী রমনী তারই সহধর্মিনী প্রীতি লতা সরকার।ছোট বেলা থেকেই সংষ্কৃতি অংগনে তার বহুল পদ চারণা|একদা তিনি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ছিলেন|তিনি এক জন বিশিষ্ঠ তবলা বাদক,গীতিকার,সুরকার ও কণ্ঠ শিল্পী । তিনি বহু কবিতা,ছোট গল্প ও প্রবন্ধ লিখেছেন।তন্নমধ্যে-ডিজিট্যাল ফাঁদ,পোঁড়া ফুল,গুরুপ্রেম,স্বদেশী ময়না, কান্ডজ্ঞান ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি এক জন দক্ষ অভিনেতা।এ পর্যন্ত ত্রিশটির মত যাত্রা বইতে এবং সস্ত্রীক ধর্মীয় সর্ট ফিল্মে ও অভিনয় করেছেন তিনি। ম্যাজিক ফেডারেশন (রেজিঃ নং-ঢ-০৯৩৬৫) কর্তৃক অনুমোদিত দক্ষিন বঙ্গজাদু শিল্পী পরিষদের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি।