শিরোনাম

South east bank ad

প্রবাসী কল্যাণের নতুন সচিব মুনিরুছ সালেহীন, রেলপথে সেলিম রেজা

 প্রকাশ: ০১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

সরকার দুটি মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন এনেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। রেলপথ মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে মো. সেলিম রেজাকে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দু'টি আদেশে এই পদোন্নতি ও রদবদল করা হয়। আহমেদ মুনিরুছ সালেহীন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বপালন করছিলেন। পদোন্নতি দিয়ে তাকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. সেলিম রেজা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনিও অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছিলেন। এছাড়া আলাদা একটি আদেশে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেনকে অবসরে পাঠানো হয়েছে। তাঁর বয়স ৫৯ পূর্ণ হওয়ায় সরকারি চাকরির আইন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে পাঠানো হলো। ছুটি চলাকলে তিনি ১৮ মাসের বেতন সমপরিমাণ অর্থসহ অন্যান্য সুবিধা পাবেন।
BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: