নাহিদা সুমনা ব্রুনাইয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা নাহিদা রহমান সুমনাকে ব্রুনাইতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক পদে কর্মরত আছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কূটনীতিক হিসেবে তিনি ব্রাজিলিয়া, ওটোয়া, কলকাতা ও অস্ট্রেলিয়ার ক্যানভারোতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্বদ্যিালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।