৯৬ মেগাসিটির মেয়রদের সংগঠন "সি-ফরটি" স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারপারসন হলেন আতিকুল ইসলাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটির স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (১০ জুন) সি-ফরটির চেয়ারম্যান এবং লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ তথ্য জানান। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯-১২ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফ শহরে সি-ফরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সেই সম্মেলনে বিভিন্ন শহর থেকে আগত মেয়রগণ তাদের নিজ নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, ফিলানথ্রপিস্ট, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ুকর্মীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
সি-ফর্টি বিশ্বব্যাপী মেগাসিটিসমূহের একটি নেটওয়ার্ক যা জলবায়ু পরিবর্তনকে মোকাবিলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থবহ, পরিমাপযোগ্য এবং টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য শহরগুলোকে কার্যকরভাবে সহযোগিতা করে থাকে।