অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদার বিআরটিএ’র নতুন চেয়ারম্যান
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংযুক্ত অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদার।
তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বিআরটিএ’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
সেই থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।