শিরোনাম

South east bank ad

শামসুজ্জামান খান : তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ শামসুজ্জামান খান। আজ দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে তার কার্যকাল। এর আগে তিনি একটানা ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন শামসুজ্জামান খান। ২০১৯ সাল থেকে জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ ওর দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১২ সাল পর্যন্ত বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সর্বশেষ ২০২০ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান ড. আনিসুজ্জামান। গত ১৪ মে তার মৃত্যুর পর এই পদটি শূন্য হয়ে পড়ে।
BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: