অর্থনৈতিক অঞ্চল গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হলেন ছয় ব্যবসায়ী
ছয় ব্যবসায়ী নেতাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রধামন্ত্রীর কার্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. কামাল হোসেন এবং বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেনকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত করা হয়েছে।’
‘মহিলা উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদকে গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামস মাহমুদকেও সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে’,- উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
শিল্প খাতে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে অর্থনৈতিক অঞ্চল আইন পাস করা হয় ২০১০ সালে। তবে শুরুতে কাজ তেমন কিছুই হয়নি। গতি পায় মূলত ২০১৫ সালে। এরপরই ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ শুরু করে সরকার। বেজা জানিয়েছে, এখন সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভূমি উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা এবং অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
২০২০ সাল নাগাদ বঙ্গবন্ধু শিল্পনগর, মহেশখালী, শ্রীহট্টসহ কয়েকটি অর্থনৈতিক অঞ্চলে প্রচুর কারখানা নির্মাণ শুরু হবে। ইতোমধ্যে বঙ্গবন্ধু শিল্পনগরে ৬টি কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ শেষ হলে দেশের অর্থনীতির চেহারা বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।