শিরোনাম

South east bank ad

চুয়েট এর ভাইস চ্যান্সেলর হিসেবে পুনরায় নিয়োগ পেলেন অধ্যাপক ড. রফিকুল আলম

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর হিসেবে পুনরায় চার বছরের জন্য নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগাদেশ জারি করা হয়। এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গত ২০১৬ সালের ২৭ এপ্রিল চুয়েটের পঞ্চম ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তিনি ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালের ২ মার্চ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৭ সালের ২৩ এপ্রিল সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৩ সালের ৬ মার্চ তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। গত ২০১৬ সালে ১৫ এপ্রিল ভিসি পদে মেয়াদ পূর্ণ হওয়ায় উক্ত পদ থেকে পূর্বের ভিসি বিদায় নিলে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উক্ত দিন থেকে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: