শিরোনাম

South east bank ad

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে আবারও এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে আবারও এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব উজ জামানকে অবসর উত্তর ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২৫ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল। প্রসঙ্গত, মাহবুব উজ জামানকে গত বছর ২১ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেনেভা, নিউইয়র্ক, অটোয়া, টোকিও, নয়া দিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মাহবুব উজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এবং বেলজিয়াম থেকে ফ্রেঞ্চ ভাষা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা করেন।
BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: