শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রকৌশলী বিকাশ দেওয়ান
কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড'র (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
বুধবার বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদের কাছ থেকে এ পুরস্কার নেন তিনি। ডিপিডিসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রকৌশলী বিকাশ দেওয়াকে সনদপত্র ও সম্মানি বাবদ চেক দেওয়া হয়। তিনি পুরস্কারের সমুদয় অর্থ ডিপিডিসির কর্মচারীদের কল্যাণ ফান্ডে দান করেন।
শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে প্রকৌশলী বিকাশ দেওয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।