এসএম মুনীর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এসএম মুনীর। ২০১৫ সালের ২০ ডিসেম্বর তিনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এর মধ্যে ১৯৯৫ থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বর্তমানে দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা হলেন মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।