শিরোনাম

South east bank ad

ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। দেশটিতে বর্তমানে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন শাকিল শাহরিয়ার। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তিনি ২০১৫ সালের এপ্রিল থেকে তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি বুলগেরিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

তিনি দশম বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা। আল্লামা সিদ্দিকী লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, টোকিওর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আল্লামা সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে আল্লামা সিদ্দিকী বিবাহিত এবং দুই সন্তানের জনক।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: