শিরোনাম

South east bank ad

খুরশেদ আলম আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের কাউন্সিলের ২৬ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলম আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের (আইএসএ) কাউন্সিলের ২৬ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। ১ অক্টোবর থেকে এটি কার্যকর ধরা হবে বলে জানানো হয়। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং গর্বের বিষয়।

আইএসএ ১৯৯৪ সালে সমুদ্রসীমার আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন অনুসারে প্রতিষ্ঠিত হয়। আইএসএর সদর দফতর জামাইকার কিংস্টনে। এটি এমন একটি সংস্থা যা সমগ্র মানবজাতির সুবিধার জন্য সমুদ্রে খনিজ-সম্পদ-সম্পর্কিত সমস্ত কার্যক্রম সংগঠিত এবং নিয়ন্ত্রণ করে। এটি করার ফলে, আইসএ-র গভীর সমুদ্রের তীর সংক্রান্ত কার্যক্রম থেকে উদ্ভূত ক্ষতিকারক প্রভাবগুলো থেকে সামুদ্রিক পরিবেশের কার্যকর সুরক্ষা নিশ্চিত করে।

উল্লেখ্য বিগত বছরগুলোতে টানা আইএসএ'র সদস্য রাষ্ট্র হিসেবে রয়েছে বাংলাদেশ। ২০০৯-১২, ২০১৩-১৬ এবং ২০১৭-২০২০ সাল পর্যন্ত টানা সদস্য রাষ্ট্র হিসেবে থাকার পর এবার সভাপতি হিসেবে নির্বাচিত হলো বাংলাদেশ। সেই সঙ্গে ২০২১-২৪ সাল পর্যন্ত আবারো আইএসএ'র সদস্য রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশ।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: