বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীর আগারগাঁও এনআইএলজির মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কার্যনির্বাহীর সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব এবং বাংলাদেশ ইউনিয় পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)। সভায় সমিতির নের্তৃবৃন্দরা তাদের বক্ততায় বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বর্তমানে যারা জনগণের কাছে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে আছেন তাদের আবার পুনরায় মনোনয়ন দেওয়ার অনুরোধ করছি। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহসভাপতি মুনসুর রহমান খান, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঞা, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, কোষাধ্যক্ষ মাসুদ আলম প্রমূখ।