বঙ্গবন্ধু দেশকে অসাম্প্রদায়ীক চেতনায় সৃষ্টি করেছিলেন : আমির হোসেন আমু

রাজু খান ( ঝালকাঠি): বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু মক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার এনে দিয়েছেন। তিনি দেশকে অসাম্প্রদায়িক চেতনায় সৃষ্টি করেছিলেন। কিন্তু তাকে হত্যার পর এই চেতনাকে ধংস করার জন্য সাম্প্রদায়িকতার উচকানি দিয়ে অসম্প্রদায়ী চেতনার মূল্যবোধকে ধংস করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ধর্ম যারযার উৎসব সভার এই দর্শন নিয়ে দেশকে অসাম্প্রদায়ীক চেতনায় এগিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার ঝালকাঠির মদন মোহন আখড়াবাড়িতে জেলা পুজা উদ্যাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। এ সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলনকান্তি দত্ত। সম্মেলনে প্রস্তুত কমিটি আহ্বায়ক এ্যাড. নির্মল কান্তি দে তরনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাড শ্যামল রায়, সাংগঠনিক সম্পাদক তাপস বসু, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, জেলা কমিটির উপদেষ্টা প্রফেসর ডা. অসিম কুমার সাহা ও মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক। সভায় অন্যদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পূজা উদযাপন কমিটির নেতারা বক্তব্য রাখেন। সব শেষে প্রফেসর ডাঃ অসীম কুমার সাহাকে সভাপতি ও তরুন কর্মকারকে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদ্যাপন কমিটির গঠন করা হয়।