South east bank ad

রশিদপুরে ‘স্পিড ব্রেকার’ ও ট্রাফিক সাইন সম্বলিত বোর্ড স্থাপন

 প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রশিদপুরে ‘স্পিড ব্রেকার’ ও ট্রাফিক সাইন সম্বলিত বোর্ড স্থাপন

এ এস রায়হান (সিলেট) :
ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে অবশেষে স্থাপন করা হয়েছে ‘স্পিড ব্রেকার’ ও ট্রাফিক সাইন সম্বলিত বোর্ড। স্থানীয়দের আন্দোলনের মুখে গত ১১ মার্চ (বুধবার) রাতে সড়ক ও জনপথ বিভাগ রশিদপুরে মোট ৭টি ‘স্পিড ব্রেকার’ স্থাপন করে। এর মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কে ৬টি ও রশিদপুর-বিশ্বনাথ আঞ্চলিক সড়কে একটি।
দুর্ঘটনাপ্রবণ রশিদপুর বাজারে গোলচত্বর নির্মাণের দাবিও অনেকদিনের। এ দাবি আদায়ে স্থানীয়রা বিগত দিনেও বিভিন্ন কর্মসূচি পালন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত-মৌখিকভাবে বার বার আবেদন করেছেন। ২৬ ফেব্রুয়ারি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনার পর আবারও দাবি আদায়ে মাঠে নামেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের টানা আন্দোলনের মুখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপদ বিভাগ। ১১ মার্চ রাতে রশিদপুরে পয়েন্টের দু-পাশে মহাসড়কে ৬টি এবং পয়েন্ট এসে সংযুক্ত হওয়া রশিদপুর-বিশ্বনাথ আঞ্চলিক সড়কে আরও ১টি- এই মোট ৭টি ‘স্পিড ব্রেকার’ স্থাপন করে সড়ক ও জনপথ বিভাগ।
এদিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষস্থলেও ট্রাফিক চিহ্ন সম্বলিত নতুন বোর্ড স্থাপন করা হয়েছে। কেবল ওই স্থানেই নয়; এ মহাসড়কের বেশ কিছু স্থানে নতুন করে বেশ কয়েকটি বোর্ড স্থাপন করা হয়েছে।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মহাসড়কের এই অংশ কিছুটা বাঁকা ও বিপজ্জনক এবং এখানে রাস্তা অপ্রশস্ত। ফলে রশিদপুরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এবার সড়ক ও জনপথ বিভাগ রশিদপুরে ৭টি ‘স্পিড ব্রেকার’ স্থাপন করেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর নামক স্থানে সিলেটমুখী লন্ডন এক্সপ্রেস ও ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই বাসের চালক, একজন চিকিৎসকসহ আটজন নিহত হন।
পরবর্তীতে দুর্ঘটনারোধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মস‚চি পালন করে সচেতন মহল। কর্মসূচিতে পাঁচ দফা দাবি রাখা হয়। তাদের দাবি ছিলো- অবিলম্বে রশিদপুরে গোলচত্বর ও স্পিডব্রেকার নির্মাণ করতে হবে। ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন ও ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন সৃষ্টি করতে হবে। দ‚রপাল্লার বাসে দুজন করে চালক দিয়ে গাড়ি চালাতে হবে। দাবি মানা না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মস‚চি দেয়া হবে বলে জানিয়েছিলেন তারা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: