South east bank ad

দৌলতখানে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট উদ্ভোধন

 প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

দৌলতখানে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট উদ্ভোধন

সিমা বেগম (ভোলা):

২৫মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২১ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদ সাংসদ আলী আযম মুকুল এমপি,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর আলম খান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার, জনাব সাইফুর রহমান, সহকারি কমিশনার ভূমি মহুয়া আফরোজ, বিশেষ অতিথি ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৌলতখান উপজেলআওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক গোলাম নবী( নবু) ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুলআলমলিটন,
দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্বছিদ্দিক মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান আইনুন নাহার বিনু,ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতখান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকআলহাজ্বহামিদুর রহমা (টিপু), প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান( মহিন)ক্রিরা প্রেমিদের উপচে পড়া ভির ছিলো উদ্ধোধনি অনুষ্ঠানে।

প্রধান অতিথীর বক্তব্যে এমপি মুকুল বলেন খেলা দুলার মাধ্যমে মানুষের শরিরিক গঠন সহ মানোষিক বিকাশ লাভ করে। বিস্ব মোহামারি করোনা ও স্বাস্থ্য বিধি মেনে সব কিছু করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। যুব সমাজ কে খেলা দুলায় আগ্রহি করে তুলতে পাড়লে সুন্দর সমাজ গঠন সম্ভব সে লক্ষ্যে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্রিয়া বান্ধব ও দক্ষ খেলোয়ার তৈরি করতে নিরোলস ভাবে কাজ করছে বলে জানান তিনি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: