South east bank ad

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান জাতীয় দিবস পালিত

 প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান জাতীয় দিবস পালিত

সিমা বেগম (ভোলা):

ভোলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। সকালে সরকারের নির্দেশনা অনুসারে ভোলা জলা প্রশাসন স্বল্পপরিসরে যথাযাগ্য মর্যাদায় উপদযাপন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান জাতীয় দিবস।
শুক্রবার সকাল ৮ টায় ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ভোলার নবাগত জেলা প্রশাসক মা: তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পরে সীমিত আয়োজনে কুচকাওয়াজ ও মার্চপাস্ট পরিদর্শন করেন তাঁরা।
এসময় জেলা প্রশাসক করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সরকারি নির্দশনা মেনে চলার আহবান জানান। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। সবার সম্মিলিত প্রচষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।
এর আগে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তাপধ্বনী ও ভোর ৬ টায় ভোলা জেলা প্রশাসক চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ভোলা জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগসহ বিভিন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন দপ্তরসহ সর্বস্তরর মানুষ শ্রদ্ধা জানিয়েছে। এসময় শহীদদের স্মরনে নিরবতা পালন করে দোয়া মুনাজাত করা হয়।
এছাড়াও ভোলা যুগীরঘাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন দিনব্যাপী জেলা প্রশাসন ও ভোলা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: