স্বাধীনতা দিবসে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে রোটারির কমফোর্ট সেন্টার স্থাপন প্রকল্প কার্যক্রম উদ্বোধন

রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট (নির্বাচিত) শেখর মেহতা বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রোজেক্টের আওতায় সারা দেশে অবহেলিত ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক কমফোর্ট সেন্টার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। রোটারি প্রেসিডেন্ট শুক্রবার কক্সবাজারে রোটারির প্রেসিডেন্ট ও সহকারী গভর্নরদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে এই প্রকল্প উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিএফএফএল রোকেয়া ফারুকী, প্রধান উপদেষ্টা মাগফুর উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর ইসতিয়াক এ জামান, এম হাফিজুল্লাহ, সাফিনা রহমান, শওকত হোসেন, মোহাম্মদ আইউব, মো. খায়রুল আলম, ডিজিএন এমএ ওহাব, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ইভেন্ট চেয়ার ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক প্রমুখ।