প্রান্তিক কৃষকের উন্নয়নে টেকসই প্রকল্পে বাস্তবায়নের লক্ষে ভোলায় নাগরিক ফোরামের সেমিনার
 
                                                                                                সিমা বেগম (ভোলা):
ভোলা সদর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে, কোস্ট ফাউন্ডেশন সিইপিআই প্রকল্পের সহযোগিতায় “বাজেট বরাদ্ধ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে টেকসই প্রকল্প গ্রহণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার( ৩১ মার্চ) সকালে ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
কোষ্ট ফাউন্ডেশন সিইপিআই প্রকল্পের সমন্বয়কারী মোঃ ফজলুল হকের সঞ্চালনায় এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মনিরুজজামান।
মুল প্রবন্ধে কৃষি সেবার চাহিদা অংশ এবং সরবরাহ অংশের মধ্যকার পার্থক্য নিরসনে সেতু বন্ধন তৈরী করা এবং প্রতিবন্ধকতাসমূহ উত্তরনের মাধ্যমে কৃষি সেবার মান উন্নয়নে নাগরিক সমাজের সুনির্দিষ্ট মতামত ও সুপারিশ সমূহ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা পর্যায়ে সিটিজেন চার্টার আছে। জনগণের অবগতি ও সুবিদার্ধে ইউনিয়ন পর্যায়ে কৃষি সেবার সিটিজেন চার্টার নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়মিত মাঠ মনিটরিং করা, প্রান্তিক কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
অগ্রাধিকারভিত্তিক
উপকারভোগী বাছাই প্রক্রিয়া অনুসরন ও অভিযোগ গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করা, কৃষকদের স্বক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয় হবে।এ সময় তিনি এই সংলাপ আয়োজনের জন্য কোস্ট’কে ধন্যবাদ জানান এবং সকল কাজে সহযোগীতা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                