করোনায় পটুয়াখালী জেলা বিএনপি নেতার মৃত্যু
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী ):
পটুয়াখালী জেলা বিএনপি নেতা মশিউর রহমান খান বুধবার বিকেলের দিকে রাজধানীর রামপুরার ডেল্টা হাসপাতালের আইসিইউ কক্ষে মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহির রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতা অ্যাড.মজিবুর রহমান টোটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। দুই পুত্র সন্তান-স্ত্রী ও মাসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে জেলা বিএনপিসহ নানা সংগঠন থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।