বাগেরহাটে সহস্রাধিক মানুষ নিলেন করোনা টিকার ২য় ডোজ
নইন আবু নাঈম (বাগেরহাট) :
বাগেরহাটে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রথম দিনেই নিয়েছেন ১ হাজার ৩৭ জন মানুষ। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হয়েছে। এর আগে বুধবার (০৭ এপ্রিল)বিকেলে ২য় ডোজের জন্য ৩৬ হাজার ডোজ টিকা বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে পৌছায়। প্রথম ধাপে বাগেরহাট জেলায় ৫২ হাজার ৯‘শ ৯২ জন করোনা টিকা গ্রহন করেছিলেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেণ, করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সব সময় তৎপর ছিল। বাগেরহাটে জেলায় ৫২ হাজার ৯‘শ ৯২ জন মানুষ করোনার প্রথম ডোজ গ্রহন করেছেন। ২য় ডোজের জন্য ৩৬ হাজার টিকা এসে পৌছেছে। আমরা নিবন্ধধারীদের টিকা দেওয়া শুরু করেছি। আসাকরি প্রথম ডোজের মত দ্বিতীয় ডোজও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।
তিনি আরও বলেন, শুরু থেকে এ পযন্ত বাগেরহাটে ১ হাজার ১‘শ ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে। বাগেরহাট জেলায় মোট ২৯ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বশেষ বুধবার রাতে রামপাল উপজেলা ধলদা গ্রামের মোশারফ হোসেন হাওলাদার নামের এক বৃদ্ধ করোনা আক্রন্ত হয়ে মারা যান।
দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী আমরাও প্রস্তুত রয়েছি। বাগেরহাট সদর হাসপাতালে ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫০টি শয্যা রয়েছে। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে বলে তিনি জানান।