South east bank ad

শরণখোলায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

শরণখোলায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

নইন আবু নাঈম (শরণখোলা,বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ । (১এপ্রিল) থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ভর্তি হয়েছে । এদের মধ্যে শিশু সহ ৫৪ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে । বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । তবে, আক্রান্ত’র সংখ্যা প্রতিদিন বাড়ছে । ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে মেঝেতে রেখে । নেই স্বাস্থ্যসম্মত পরিবেশ,স্বাস্থ্যবিধি মানার বালাই । হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
৫০ শয্যা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ডের সংখ্যা ১ টি । গত৯ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে ৫৪জন । এছাড়া এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন । হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় অন্যান্য রোগী নিয়ে প্রায় তিনশত রোগী ভর্তি রয়েছে । যার মধ্যে অনেক রোগীর স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা হচ্ছেনা । থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে । এর ফলে বিছানাসহ প্রয়োজনীয় জিনিপত্রের আভাবে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের । গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা ।
হাসপাতালের স্বাস্থ্য সেবিকা (নার্স) জহুরা বেগম জানান, জনবল কম থাকায় এতো রোগীদের সামলাতে আমরা হিমশিম খাচ্ছি । হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী (কেমিস্ট) নাজমুল আহসান শিমুল গাজী বলেন,ব্যাপক হারে বাড়ছে ডায়রিয়া রোগী । আমাদের কাছে ওষুধ নিতে আসা রোগীদের মধ্যে ২০ থেকে ২৫% ডায়রিয়া রোগী আসে সিপ্র ও মেট্র আইভি নিতে। বাকি স্যালাইন হাসপাতালেই সাপ্লাই রয়েছে ।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার ফয়সাল আহম্মদ বলেন,শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে । এর কারণ হচ্ছে এলাকায় সুপেয় পানির অভাব রয়েছে । ডায়রিয়া যেহেতু পনিবাহিত রোগ তাই এলাকার মানুষ বিশুদ্ধ পানি না পাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে । এজন্য স্থানীয়দের পানি সমস্যা সমাধানে ভুমিকা রাখতে হবে ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: