South east bank ad

মুন্সিগঞ্জে চলছে কঠোর লকডাউন মোড়ে মোড়ে মোতায়ন পুলিশ

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সিগঞ্জে চলছে কঠোর লকডাউন মোড়ে মোড়ে মোতায়ন পুলিশ

কায়সার সামির (মুন্সিগঞ্জ) :
করোনা প্রার্দূভাব রোধে চলতি বছরের দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে মুন্সিগঞ্জে কঠোর অবস্থান আইনশৃঙ্খলা বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পুলিশ। বুধবার সকাল থেকেই লকডাউনের প্রথম দিনে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ব্যাংক ছাড়া সরকারি-বেসরাকারি অফিস আদালত, গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে।

তাই পায়ে হেটে নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন সাধারণ মানুষ। সড়কগুলোতে ছিল মানুষের সরব উপস্থিতি। এছাড়াও শিমুলীয়া-বাংলাবাজার, মুক্তারপুর-নারায়ণগঞ্জ ও হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকায়সহ জেলার সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ফাকা পরে আছে শিমুলিয়া ও বাংলাবাজার ঘাট এলাকা। আর ঢাকা-মাওয়া এক্সেপ্রেস ওয়ে ও ঢাকা চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যাত্রীবাহী যানবাহন না চললেও মালবাহী ট্রাক চলাচল করছে। ফলে ব্যস্ততম এই মহাসড়ক দুটি এখন শুধুই নিরবতা।

তবে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া জেলার বিভিন্ন কাচাবাজার গুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিত্য প্রয়োজনীও পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করছেন ক্রেতা ও বিক্রেতা।

এসব বিষয়ে করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এমনটা জানালেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: