South east bank ad

রাজাপুরে গৃহহীনরা দালান ঘরে উঠে আনন্দাশ্রুতে প্রধানমন্ত্রীকে দোয়া

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রাজাপুরে গৃহহীনরা দালান ঘরে উঠে আনন্দাশ্রুতে প্রধানমন্ত্রীকে দোয়া

রাজু খান (ঝালকাঠি ):
নেই জমি, ছিলো না মাথা গোজার ঠাইও। দিন আনে দিন খায়, এমন অবস্থার মধ্যে মাথা গোজার স্থায়ী ঠাইও করে নিতে পারছিলেন না দরিদ্র পরিবারের লোকজন। কোনরকমের একটি ভাড়া বাসায় থাকতো। মাস শেষেও গুনতে হতো বাসা ভাড়া। এনিয়ে নিত্য উপার্জনের দ্বারা সন্তান নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতো। এমন অবস্থার মধ্যে সরকারী ঘর দেয়ার জন্য তালিকা করে উপজেলা প্রশাসন। তখন তাতে নাম দিয়েছিলো কোনমতে একটু মাথার গোজার ঠাই পেলেই তাদের হতো। ভাবছিলো টিন-কাঠের কোন ঘর হয়তো নির্মাণ করে সেখানে তাদের থাকার বন্দোবস্ত করে দেয়া হবে। কিন্তু তা হয়নি। যা পেয়েছে তা সুবিধাভোগীগের চিন্তারও অনেক উর্ধ্বে। দু’রুম বিশিষ্ট পাকা দালান ঘর। রঙিন টিনের ছাউনিতে এখন তাদের জীবনের ধারাও যেন রঙিন হতে চলছে। ঘর পেয়ে আনন্দাশ্রুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দোয়া করছেন সরকারীভাবে ঘরপাওয়া সুবিধাভোগীরা।

গতকাল রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে ৪৬টি গৃহহীন পরিবারকে সরকারীভাবে দেয়া আবাসন প্রকল্পের ঘরের চাবি দিয়ে তাদেরকে ঘরে উঠিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার অনুজা মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মৃধাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ। গৃহহীন পরিবারের মাঝে লটারির মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন জানান, “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৈবর্তখালীর আবাসন প্রকল্পের ৪৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। রাজাপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গৃহহীন দের মাঝে ঘর গুলো হস্তান্তর করা হয়। ঘরে উঠতে পেরে বসতিরা আনন্দে কেঁদে কেঁদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার জন্য দোয়া করেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: