ইলিশা ইউনিয়নে এক বৃদ্ধকে মারধর করেছে দুর্বৃত্তরা
 
                                                                                                সিমা বেগম (ভোলা):
তুচ্ছ একটি ঘটনা নিয়ে ইলিশা ইউনিয়নে এক বৃদ্ধকে মারধর করেছে দুর্বৃত্তরা। স্বাধীনতার পর থেকে যে মানুষটি আওয়ামীলীগের নিবেদিত প্রাণ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুমের বাবা ছাদেক মাঝি কে ইফতারের পর পিটিয়ে রক্তাক্ত করেছে একদল সন্ত্রাসীরা।
এই সময় তারা ছাদেক মাঝির একটি টিনের ঘর আগুণ দিয়ে পুড়িয়ে দেয়া হয়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                