South east bank ad

ভোলায় নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলায় নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত

সিমা বেগম (ভোলা):

ভোলায় গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষায় আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৫৪৫ জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়া সুস্থ হয়েছে ১০৬৪ জন।ভোলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র সোমবার (১৯ এপ্রিল) সকালে তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন দপ্তর সূত্র আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ৩ ও তজুমদ্দিন উপজেলায় ১ জন রয়েছে।

আক্রান্তদের মধ্যে ৩২ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং ২ জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: