দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এম মিরাজ হোসাইন ( ভোলা) :
ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫শে এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা কালিমুল্লাহ হুজুরের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ঐ ওয়ার্ডের মন্নান চৌকিদারের ছেলে। স্থানীয়রা জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে নিহত রাশেদ একটি মসজিদের নির্মাণাধীন দেয়ালে পানি দিচ্ছিলেন। এ সময় তিনি হঠাৎ করে পানির মটরের ছেড়া তারের সাথে তার হাত জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত রাশেদ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিনিয়ত স্ব উদ্যোগে মসজিদের ওয়ালে পানি দিতেন। তিনি অত্যন্ত ধর্মভীরু লোক ছিলেন। নিহত রাশেদের আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বয়ে গেছে। সকলে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।