ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১
 
                                                                                                সিমা বেগম (ভোলা):
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড হইতে ৪০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন টিটব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড হইতে তাকে আটক করা হয়।
ভোলা সদর থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর দিকনির্দেশনায়, ডিবির এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন টিটবকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন টিটব উত্তর দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়গুপি এলাকার মৃত বেলায়েত হোসেন মুন্সির ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                