ভ্রাম্যমান আদালতের অভিযানে ঝালকাঠিতে টিসিবির ১৮ লিটার তেল উদ্ধার, একলাখ টাকা জরিমানা

মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির বাজারে শুক্রবার দুটি দোকানে অভিযান চালিয়ে টিসিবির দুই লিটারের ৯ বোতল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা। শহরের বাজারের ব্যবসায়ী কৃষ্ণকাঠি এলাকার লাল মিয়ার দোকান থেকে ২ লিটারের ৪ টি এবং আল্লারদান দোকানের মালিক মাহাবুব আলমের দোকান থেকে ২ লিটারের ৫ টি তৈল উদ্ধার করা হয়। সরকারি টিসিবির তৈল রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা। দুই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে নগদ এক লাখ টাকা জরিমানা দিলে আদালত তাদের মুক্তি দেয়। আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হতদরিদ্রদের মাঝে এগুলো কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে । টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ।
অপরদিকে নলছিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজারের পাইপ গুড়িয়ে দেয়াসহ ৩ জনের জরিমানা করা হয়েছে। নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনের জরিমানা করা হয়। (৩০ এপ্রিল) শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি না করার জন্য সচেতন করেন। মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ জনকে জরিমানা ও উপজেলার চর বহরমপুরে অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে অপসারণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন মহামারি করোনা হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।